আমার এ পোস্টটি শুধু কৌতূহলীদের শিক্ষার জন্য। আপনার একাউন্টেই পরীক্ষা করে নিন এখনই।
১) পাসওয়ার্ড Option এ যান। যে কোন একটি পাসওয়ার্ড দিন।
২)পাসওয়ার্ড Option এ Cursor রেখে মাউস এ Right Button ক্লিক করুন।
৩) “Inspect element” এ যান।

৪)নিচে একটি HTML কোডিং Option পাবেন।নিচের চিত্র অনুসরণ করে ‘input type=”password” ‘দেখবেন।

৫)”password”এর উপর ডাবল ক্লিক করুন।এখন আপনি Edit করতে পারবেন। “password” এর পরিবর্তে “text” লিখুন এবং Enter press করুন।

৬)এবার আপনি পাসওয়ার্ড Option এ স্টার এর নিচে লুকিয়ে থাকা পাসওয়ার্ড দেখতে পারবেন।

৭)পুনরায় আপনি HTML Code এ “text” এর পরিবর্তে “password” লিখুন। আপনার পাসওয়ার্ড পুনরায় Hide হয়ে যাবে।
এবার সু্যোগ পেলেই বন্ধুর ফেসবুক হ্যাক করুন।
No comments